Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / বিয়ের দুই মাস না যেতেই সোশ্যাল মিডিয়ায় সানাইয়ের স্ট্যাটাস, সাড়া ফেলল অনলাইনে

বিয়ের দুই মাস না যেতেই সোশ্যাল মিডিয়ায় সানাইয়ের স্ট্যাটাস, সাড়া ফেলল অনলাইনে

বাংলা শোবিজ জগতের অন্যতম আলোচিত একটি নাম সানাই মাহবুব। সংক্ষেপে ‘সানাই’ নামে সকলেই চিনে থাকেন তাকে। প্রথমত মডেলিংয়ের মধ্যদিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় তার। কিন্তু দুর্ভাগ্যবসত নিজেকে নায়িকা রূপে মেলে ধরতে পারেননি তিনি। তবে নায়িকা হতে না পারলেও বুকে সার্জারি করিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি।

এদিকে কিছুদিন আগে বিয়েও করেছেন। নীলফামারীর এক ব্যক্তির সঙ্গে গত ২৭ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ সাবেক মডেল-নায়িকা।

বিয়ের পর ঢাকায় চলে আসেন সানাই। কারণ তার স্বামী আবু সালেহ মুসা ঢাকার একটি ব্যাংকে কর্মরত। ঈদ উপলক্ষে তারা বাড়ি গেছেন। এ সময় সানাইকে দেখতে তার স্বামীর বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। সানাই দাবি করেন, প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ শতাধিক মানুষ তাকে এক নজর দেখতে আসেন।

বিষয়টি নিয়ে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে সানাই লিখেছেন, ‘ঈদে শ্বশুর বাড়িতে কাটানো কিছু মুহূর্ত। আমি আমার চারপাশের মানুষের ভালবাসায় সিক্ত। ঈদের দিন থেকে পরবর্তী ৫ দিন পর্যন্ত প্রায় ৫০০-৬০০ মানুষ আমাকে এক ঝলক দেখতে আসেন। এমনও হয়েছে- ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ডেকে তুলেছে কারণ মানুষ দেখতে এসেছে তাই! এটা কয়জনকে দেখতে আসে!’

সন্তোষ প্রকাশ করে সানাই লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তাদের আপ্যায়নে আমি মুগ্ধ! এমন নয় যে নেতিবাচক কিছু ছিল না, কিন্তু পজিটিভের মাত্রা এত বেশি ছিল যে নেতিবাচক দিকগুলো দেখার সুযোগ পেলাম না!’

এর আগে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটে শবিজ জগত থেকে নিজেকে সারা-জীবনের জন্য সরিয়ে নেনে সানাই মাহবুব। এরপর বাকী জীবনটা ইসলামি জীবনধারায় কাটিয়ে দেয়ার অঙ্গীকার করেন তিনি।

About Rasel Khalifa

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *