Sunday , December 22 2024
Breaking News
Home / Countrywide / বিয়ের দিন অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে কনে: ছেলেরা যদি পারে, তাহলে মেয়েরা কেন পারবে না

বিয়ের দিন অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে কনে: ছেলেরা যদি পারে, তাহলে মেয়েরা কেন পারবে না

বিষয়টি অনেকটা অবাক করা হলেও সম্প্রতি এবার এমনই একটি ঘটনা ঘটেছে ঝিনাইদ‌হের ম‌নোহরপুর গ্রামে। যা নিয়ে রীতিমতো গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে বেশ শোরগোল। আর হবেই বা না কেন! যেখানে বাংলাদেশের বিয়ের প্রচলিত প্রথা অনুযায়ি সাধারণত বিয়ের দিন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যেয়ে থাকেন বর। কিন্তু এবার যে ঘটনাটি ঘটেছে তা যেন এই রীতির পুরোটাই উল্টো।

জানা যায়, ঝিনাইদ‌হের শৈলকুপা উপজেলা প‌রিষ‌দের আব‌াসিক এলাকার ইউএনও”র গাড়ী চালক আব্দুল কা‌দে‌রের মেয়ে ই‌তি সে‌লিনা বুধবার (১৩ জুলাই) তার সহযাত্রীদের নিয়ে একই উপ‌জেলার ম‌নোহরপুর গ্রামের সামসু‌দ্দিন লস্ক‌রের পুত্র দীপ্ত টি‌ভির সাংবা‌দিক এম এ মা‌লেক শান্তর বাড়িতে হাজির হন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে।

বিয়ের স্থানের প্রবেশদ্বারে যেমন বরকে ঐতিহ্যগতভাবে বরণ করা হয়, তেমনি কনেকে ফুলের মালা দিয়ে ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন বরপক্ষের আত্মীয় স্বজন।

এ প্রসঙ্গে কনে সেলিনা বলেন, “ছেলেরা যদি মেয়েদের বিয়ে করে নিয়ে আসতে পারে, তাহলে মেয়েরা কেন পারবে না। নতুন পদ্ধতিতে বিয়ে করে আমি খুবই খুশি। প্রথমে ভেবেছিলাম এভাবে বিয়ে করা ঠিক হবে কিনা। কিন্তু পরে রাজি হয়ে গেলাম। এর আগে কেউ এত অস্বাভাবিক বিয়ে করেনি। এ কারণে বিয়ে নিয়ে অনেক আনন্দ হয়েছে। “প্রথম দিকে, দুই পরিবারের আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা আপত্তি করলেও পরে তারা রাজি হয় এবং সানন্দে প্রস্তাবটি গ্রহণ করে।

তবে আর যাই হোক না কেন, প্রচলিত প্র‍থা ভেঙে বরের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠিকতা সম্পন্ন করতে যাওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে কনে ই‌তি সে‌লিনার। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নানা ট্রলের শিকারও হতে হচ্ছে তাকে।

About Rasel Khalifa

Check Also

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর জন্য দায়ী তারই পূত্রবধূ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *