Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / বিয়ের এক মাস যেতে না যেতেই রীতেশকে জেনেলিয়ার, আমি আর পারব না

বিয়ের এক মাস যেতে না যেতেই রীতেশকে জেনেলিয়ার, আমি আর পারব না

ভারতীয় হিন্দি সিনেমার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা রীতেশ দেশমুখ। কমেডিয়ান থেকে শুরু করে প্রায় সবধরণের চরিত্রে অভিনয় করেছেন তিনি, আর সেই সাথে পেয়েছেন কোটি কোটি দর্শকের ভালোবাসা। বর্তমানেও বেশ জনপ্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন এই গুণী তারকা। এদিকে ব্যক্তিগত জীবনে ২০১২ সালে জেনেলিয়া ডি’সুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রীতেশ।

কিন্তু এক মাসের মধ্যেই দাম্পত্য নিয়ে অস্থির হয়ে পড়েন নায়িকা। স্বামীর কাছে কান্নাকাটি করেন। ‘জানে তু ইয়া জানে না’-র অদিতি বলেই ফেলেন, ‘‘আমি আর পারব না।’’

কিন্তু রীতেশের প্রেমে বুঁদ জেনেলিয়ার এমন হাল হল কেন?

বিয়ের পরের দিন থেকেই রোজ সকালে উঠে সালোয়ার কামিজ পরে সেজেগুজে বসতেন জেনেলিয়া। সঙ্গে গায়ে উঠত ভারী ভারাই গয়নাগাটি। সকাল বেলা সকলে মিলে খাবার টেবিলে বসতেন। এক দিকে জেনেলিয়ার প্রবল সাজ। অন্য দিকে রীতেশ ঘরের পোশাক পরে খেতে বসতেন।
এক মাস ধরে এমনই চলেছে। কিন্তু আর ধৈর্য ধরতে পারেননি নববধূ। রীতেশের কাছে কেঁদে ভাসান তিনি। জেনেলিয়া বলেন, ‘‘আমি আর পারব না।’’ রীতেশ প্রশ্ন করেন, ‘‘কী পারবে না?’’ জেনেলিয়ার উত্তর, ‘‘এই রোজ সকাল সকাল উঠে সাজগোজ পোষাচ্ছে না আমার।’’ রীতেশ আরও অবাক হয়ে জানতে চান, ‘‘সেটিই বা কেন করছ তুমি?’’

সম্প্রতি জেনেলিয়া এবং রীতেশের এক সাক্ষাৎকারে সেই ঘটনার সূত্র জানা গেল। জেনেলিয়ার ধারণা ছিল, বিয়ের পরে বউদের এমন ভাবেই রোজ সেজেগুজে থাকতে হয়। তাই কাউকে কিছু প্রশ্ন না করেই তিনি এই ‘পরিকল্পিত রীতি’ মেনে চলতেন। রীতেশও প্রশ্ন করতেন না। তিনি মনে করতে, বোধহয় কোনও পূজা রয়েছে বাড়িতে, তাই তাঁর স্ত্রী এমন পোশাক, গয়না পরছেন। সাক্ষাৎকারে এই গল্প বলতে বলতে হেসে ওঠেন বলিউডের ‘‘মিষ্টি দম্পতি’।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয় বলিউডে প্রথমবারের মতো পা রাখেন রিতেশ দেশমুখ। আর এই সিনেমায় কাজের সূত্র ধরেই পরিচয় ঘটে তাদের। এরপর দীর্ঘ বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

About

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *