মঙ্গলবার রাতে আইসিসি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে রাখা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালকে।
দল ঘোষণার আগেও বিসিবির শীর্ষ কর্মকর্তাদের একজনের সঙ্গে তামিম উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন বলে গুঞ্জন উঠেছিল। তিনি নাকি তামিমকে আফগানিস্তান ম্যাচে খেলতে নিষেধ করেন। খেললে আফগানিস্তান ম্যাচে ওপেনিং না করে নিচের দিকে ব্যাট করতে হবে। ওই কর্মকর্তার কাছ থেকে এমন অদ্ভুত প্রস্তাব পেয়ে উত্তেজিত হয়ে পড়েন তামিম।
আজ বিকেলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন, “আমি বোর্ডের শীর্ষ পর্যায় থেকে একটি ফোন পেয়েছি। উনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে। আমাকে হঠাৎ করে ফোন করে বললেন, ‘তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো। তুমি প্রথম ম্যাচ খেলো না আফগানিস্তানের সঙ্গে।’
আমি বললাম, ভাই, এখনও প্রায় ১২-১৩ দিন আছে। আমি তো এর মধ্যে ভালো কন্ডিশনে থাকব। কী কারণে খেলব না? তখন বললেন, ‘আচ্ছা তুমি যদি খেলোও, আমরা এমন একটা পরিকল্পনা করছি, তুমি যদি খেলোও, তাহলে নিচে ব্যাট করবা।’
তামিম ওই ব্যক্তির নাম বলেননি। তবে বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলে একাধিক সূত্রে জানা গেছে।
গত ১৭ বছর ধরে ওপেনার হিসেবে ব্যাট করা তামিমকে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে মিডল অর্ডারে খেলতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এমন যদি হতো, আমি তিনে ব্যাটিং করি, চারে ব্যাটিং করি, তাহলে যদি ওপর–নিচ করা হয়, সেটা মানিয়ে নেওয়া যেত। কিন্তু আমার তিনে, চারে, পাঁচে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে।’
বিরক্ত হয়ে তামিম তখন বলেন, ‘আপনারা একটা কাজ করেন, যদি আপনাদের এমন চিন্তাধারা থাকে, তাহলে আপনারা বিশ্বকাপে আমাকে পাঠায়েন না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। প্রতিদিন আপনারা আমাকে একেকটা নতুন জিনিস ফেস করাবেন, আমি এই জিনিসগুলোয় থাকতে চাই না।’
বর্তমান সময়ে ক্রিকেটে অনেকটা চাপা রাজনীতি কাজ করছে সেটা এই পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, বলে অনেকে মনে করছেন। তবে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন।