দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমাত্র অভিভাবক ছিলেন নাজমুল হাসান পাপন।বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহ-সভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর পাপনের অনুপস্থিতিতে ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
যারা ক্রিকেট বোর্ডের উঠানে পদচারণা করতেন তাদের প্রায় সবাই রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে গেছেন। নিখোঁজ রয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ডের আরও অনেক পরিচালক ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় আগামীকাল বোর্ড সভায় হাজির হচ্ছেন পরিচালকরা।
সরকার পরিবর্তনের পর অবশেষে বহুল প্রতীক্ষিত বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বিসিবির সব পরিচালককে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে এবারের বোর্ড সভা মিরপুর শেরে বাংলায় নয়, জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠকে নাজমুল হাসান পাপনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। তবে তিনি অনলাইনে যোগ দেবেন। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে কে হবেন বিসিবির নতুন সভাপতি।
এর আগেই অবশ্য জানা গিয়েছে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডে নিজের পদ ছাড়তে রাজি। সে হিসেবে কালই আসতে পারে এই সিদ্ধান্ত। আবার গতকাল পদত্যাগ করা জালাল ইউনুসের বদলে নতুন কেউ যুক্ত হতে পারেন বোর্ডে।
বিসিবির একজন পরিচালক আগামীকালের বোর্ড সভার বিষয়টি নিশ্চিত করেছেন। পরিচালক বলেন, ‘আগামীকাল সকাল ১১টায় জরুরি বোর্ড মিটিং ডেকেছে। সকল পরিচালক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আমি ইতিমধ্যে মেইল পেয়েছি।’
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড মিটিংয়ে কমপক্ষে ৯ জন পরিচালকের উপস্থিতি আবশ্যক। আগামীকালের এই বৈঠকের ওপর নির্ভর করবে ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ।