Wednesday , January 15 2025
Breaking News
Home / Sports / বিসিবির বিশেষ বৈঠকে ‘বড় ধরনের’ গোপনীয়তা, নেই ছবি-ভিডিওর অনুমতি

বিসিবির বিশেষ বৈঠকে ‘বড় ধরনের’ গোপনীয়তা, নেই ছবি-ভিডিওর অনুমতি

সবার চোখ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে। গতকাল মধ্যরাতে দুই দফায় গণমাধ্যমে বার্তা পাঠিয়েছে বিসিবি। তাদের এই অপেশাদারী আচরণ সাংবাদিকদের বিস্মিত করেনি, বরং আরো ক্ষুব্ধ করেছে। এর আগেও তারা বেশ কয়েকবার গভীর রাতে এ ধরনের সংবাদ গণমাধ্যমে পাঠিয়েছিল। গতকাল মঙ্গলবার সারাদিন ধরেই আলোচনায় ছিল বিসিবির আজকের বৈঠক। মধ্যরাতের পর বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

তবে চমক শুধু এখানেই ছিল না, অন্য জায়গাও ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাগুলো সাধারণত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তবে এবার বৈঠকটি সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থানান্তর করা হয়েছে। রাত ১২টা ১১ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টায় বৈঠক শুরু হবে। ঠিক একই সময়ে বাংলাদেশ জাতীয় দল পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বৈঠক ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ নিরাপত্তাও চেয়েছে ক্রিকেট বোর্ড। মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এই গুরুত্বপূর্ণ সভার জন্য একটি নিরাপদ স্থান বরাদ্দ করার অনুরোধ জানিয়েছে বিসিবি।

এই বৈঠকে ভিডিও ফুটেজ বা ছবি তোলার কোনো সুযোগ নেই বলে পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয়। গণমাধ্যমের জন্য পর্যাপ্ত ছবি এবং ফুটেজ বিসিবিই পরবর্তীতে সরবরাহ করবে। এমনকি প্রতিবার বৈঠকের পর সংবাদ সম্মেলনের রীতি থাকলেও সেই পথে এবার হাঁটছে না বিসিবি। মিডিয়া রিলিজের মাধ্যমেই জানানো হবে বৈঠকের সিদ্ধান্ত।

অনলাইনে যোগ দেবেন পাপন, আসছে বড় সিদ্ধান্ত

দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমাত্র অভিভাবক ছিলেন নাজমুল হাসান পাপন।বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহ-সভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর পাপনের অনুপস্থিতিতে ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

যারা ক্রিকেট বোর্ডের উঠানে পদচারণা করতেন তাদের প্রায় সবাই রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে গেছেন। নিখোঁজ রয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ডের আরও অনেক পরিচালক ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় আগামীকাল বোর্ড সভায় হাজির হচ্ছেন পরিচালকরা।

সরকার পরিবর্তনের পর অবশেষে বহুল প্রতীক্ষিত বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বিসিবির সব পরিচালককে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে এবারের বোর্ড সভা মিরপুর শেরে বাংলায় নয়, জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠকে নাজমুল হাসান পাপনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। তবে তিনি অনলাইনে যোগ দেবেন। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে কে হবেন বিসিবির নতুন সভাপতি।

এর আগেই অবশ্য জানা গিয়েছে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডে নিজের পদ ছাড়তে রাজি। সে হিসেবে কালই আসতে পারে এই সিদ্ধান্ত। আবার গতকাল পদত্যাগ করা জালাল ইউনুসের বদলে নতুন কেউ যুক্ত হতে পারেন বোর্ডে।

About Nasimul Islam

Check Also

সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে তার ভক্তরা নানা কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *