সম্প্রতি রমজান মাসের কেন্দ্র করে ইফতার পার্টির বন্ধের নানা ধরনের পাঁয়তার চলচ্ছে বিভিন্ন মহলে।যা আসলে কারর কাম্য হতে পারে না।দেশের মানুষ সকলে এক হয়ে রোজা মাসে ইফতারের আয়োজন করে থাকে। যা দীর্ঘ দিনের ঐতিহ্য এদেশের মানুষের।আর হঠাৎ এটি না করাতে দেওয়া সিদ্ধান্ত কখনো সঠিক হতে পারে না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধের নোটিশ প্রথমে বিশ্বাস করিনি। এখন মনে হচ্ছে, এমন নোটিশ দেয়ার সাহস এরা পায় কোথা থেকে?
আমি নিজে ইফতার পার্টি খুব একটা পছন্দ করিনা। কিন্তু জানি যে, এটা আমার সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার তো অবশ্যই।
ইফতার পার্টি বন্ধ ঘোষনার তীব্র নিন্দা করছি। যেই থাকুন এই ঘোষনার নেপথ্যে, অবিলম্বে এসব উস্কানিমূলক কাজ বন্ধ করুন।
আমার আহবান, আরো বেশী বেশী ইফতার পার্টি করেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। তবে সেখানে অপচয় যেন না হয়, মাইকের ব্যবহার যেন না নয়, আর গরীব যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
সবাইকে পবিত্র রামাদানের শুভেচ্ছা।