বিশ্বকাপ ফুটবলে কোন দল জিতবে সেটা খেলার আগেই ফুটবল প্রেমিরা একটা ধারনা দিয়ে থাকে এবং সেই সাথে দিয়ে থাকে যুক্তি। চলে কড়ায় গন্ডায় হিসাব যা নিয়ে বাকবিতন্ডাও হতে দেখা যায়। এদিকে বিশ্বকাপ ফুটবলে প্রানীদের দিয়েও ভবিষ্যদ্বানী করতে দেখা যায়। এবার ভবিষ্যদ্বাণী করে এক উট। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইংল্যান্ডের মুখোমুখি হয় ইরান। সোমবার আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ইংল্যান্ড-ইরান ম্যাচ শুরুর আগেই ভবিষ্যদ্বাণী করে এক উট। উট ভবিষ্যদ্বাণীতে বলেছিল যে ইংল্যান্ড জিতবে। আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন সেই উটের নাম ‘মিস্টিক মিলি’।
মিস্টিক মিলির এই ভবিষ্যদ্বাণীর খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান’।
উট কর্তৃপক্ষের এই ঘটনায়, মিস্টিক মিলির ভবিষ্যদ্বাণী কখনও মিথ্যা হয়নি। যে কারণে ইংল্যান্ড এশিয়ার দেশটিকে হারাবে বলে মনে করেছিলেন সমর্থকরা। গ্যারেথ সাউথগেটের শিষ্যরাও জয় দিয়ে তাদের কাতার মিশন শুরু করতে চেয়েছিল।
ইরান বিশ্বকাপে নিয়মিত হলেও ইংল্যান্ডের কাছে অচেনা প্রতিপক্ষই। বিশ্বকাপ তো দূরের কথা, প্রীতি ম্যাচে মুখোমুখি হয়নি দুই দল। দুই দলই কাতারের বিশ্বকাপে প্রথম উপস্থিতিতে জয় দখল করতে বদ্ধপরিকর ছিল।
প্রসংগত, গত বিশ্বকাপ ফুটবলে আলোচনায় এসেছিল একটি অক্টোপাস যার ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলে গিয়েছিল। তবে প্রানীরাও যে ভবিষ্যদ্বাণী করতে পারে সে বিষয়ে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই। তবে বিষয়টি উপভোগ করে থাকে ফুটবল প্রেমিরা।