নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি এনে দিলেন লিওনেল মেসি। এর আগে রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় ফ্রাসের মুখোমুখি হয় আর্জেন্টিনা। তবে শেষমেষ নানা নাটকীয়তার পর বিশ্বকাপ ট্রফি উঠলো সেই আর্জেন্টিনার হাতেই।
লিওনেল মেসির জীবনের অপূর্ণতার স্থানটুকুও পূরণ হয়েছে। তবে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ও মেসি ভক্তদের সুখবর দিলেন এই তারকা ফুটবলার। তিনি অবসর নিচ্ছেন না, আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মেসি বলেন, বিশ্বকাপ শেষে অবসর নিতে চেয়েছিলাম। বিশ্বকাপ থেকে যা পেয়েছি তার চেয়ে বেশি কিছু চাইতে পারি না। ক্যারিয়ার শেষে যা অর্জন করেছি তা যথেষ্ট।
তিনি বলেন, আমি ফুটবল ভালোবাসি। জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আমার ইচ্ছা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার।
তবে এবারের কাটার বিশ্বকাপ শুরুর আগে থেকেই মেসির বক্তব্য ছিল, এটাই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। কিন্তু দিন শেষে বিশ্বকাপ জিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করাতে আরো আনন্দিত ভক্তরা।