আর কয়েকঘন্টা পর পর্দা উঠতে চলেছে কাতারে আয়োজিত ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। এই ফুটবল বিশ্বকাপের জনপ্রিয় দল আর্জেন্টিনা। আর এই মেসির দলটি বাছাই পর্বে খেলায় সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে পরাজিত করে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে এসেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে দল আর্জেন্টিনা।
কাতারে আলবিসিলেস্তেদের স্বাগত জানাতে প্রস্তুত ছিল বিলাসবহুল হোটেল। কিন্তু পাঁচতারা হোটেলে না গিয়ে মেসিদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রাবাসে নিয়ে গেলেন কোচ স্কালোনি!
অন্যান্য দলের ফুটবলাররা কাতারের সেরা হোটেলে অবস্থান করলেও মেসিরা উঠলেন সাধারণ ছাত্রাবাসে।
জানা গেছে, গরুর মাংসের বারবিকিউ খাওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা দল।
আর্জেন্টিনার স্থানীয় খাবারের মধ্যে একটি হলো গরুর মাংসের বারবিকিউ। টিম আর্জেন্টিনা কাতারে আসার আগে, কর্তৃপক্ষ জানতে পেরেছিল যে হোটেলগুলোর তুলনায় ছাত্রাবাসে খোলা আকাশের নিচে দারুণ বিফ বারবিকিউ তৈরি হয়। এগুলোর স্বাদও তুলনামূলক ভালো। তাই বয়েজ হোস্টেলে থাকার সিদ্ধান্ত নেন মেসিরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে যেখানে মেসি থাকেন, সেখানে বারবিকিউ তৈরির জন্য একটি নির্দিষ্ট স্থান রাখা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর্জেন্টিনা দলের সবার জন্য খাবার উপভোগের ব্যবস্থা করা হয়েছে।
এটা জানা যায় যে, বারবিকিউ রান্নার পদ্ধতি অবশ্যই আর্জেন্টিনার সংস্কৃতিতে হতে হবে। যাতে শাকসবজি এবং ওয়াইন সহ প্রচুর পরিমাণে মাংস থাকবে। মাংস আর্জেন্টিনার মতো দূর থেকেও আনা হয়। তবে মেসিরা নির্দিষ্ট পরিমাণই খেতে পারবেন।
তবে আর্জেন্টিনার এই ধরনের সিদ্ধান্তে দলটির ভক্তরা বেশ মজাই পেয়েছেন। দলটির ভক্তরা এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন যেখানে তারা দলটিকে সাধুবাদ জানিয়েছেন। এদিকে তারা আর্জেন্টিনা দলে ফাইনালে পৌছবে এমন আশার কথা জানিয়েছে।