ভারতীয় ক্রিকেট দল নিজেদের দেশেই ওয়ানডে বিশ্বকাপে টানা ৮টি ম্যাচ জিতেছে। ভারতীয় খেলোয়াড়দের দক্ষতা ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। কিন্তু পাকিস্তানের এক অভিনেত্রীর দাবি- কালো জাদু করে জয় লাভ করেছে ভারত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। মূলত, এটি একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানের ভিডিও। দেখা যায় এই অনুষ্ঠানে পাকিস্তানি কমেডিয়ান আহমেদ আলী বাটের সঙ্গে রয়েছেন অভিনেত্রী-টিকটকার হারিম শাহ।
এক প্রশ্নের জবাবে পাকিস্তানি অভিনেত্রী হারিম শাহ বলেন, ‘ওরা কালো জাদু করে জিতেছে। জেতার জন্য ওরা সব কিছু করেছে। ওরা সব ক্ষমতাকে ব্যবহার করেছে। এসবে সবচেয়ে বেশি বিশ্বাস করে ভারতীয়রা। কুণ্ডলী মেলানো এসব আর কি।’
মডারেটর আহমেদ আলী পাল্টা প্রশ্ন করেন, আপনি কি এগুলো বিশ্বাস করেন? জবাবে হারিম বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। তারা আপনাকে সম্মোহিত করতে পারে। আপনার মস্তিষ্ক নিয়ে খেলতে পারে। তারা এই কাজ করতে ভীষণ ওস্তাদ। আমার অনেক ভারতীয় বন্ধু আছে, তাই আমি এসব জানি।’
আহমেদ আলী অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করে বলেন, ‘আমি নজর লাগার ব্যাপারে বিশ্বাসী। আমি জানি আমাদের পাকিস্তানি দল যখন গিয়েছে, তখন ওদের নজর লাগানো হয়েছে। সেখানকার লোকজন দেখে তখনই ওদের নজর লাগে।’ পাকিস্তানি অভিনেত্রীর এই বক্তব্য শুনে বিস্মিত নেটিজেনরা। তাদের বক্তব্য- “বাজে বকার একটা লিমিট থাকা দরকার।”