শুরু হলো ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। কাতার এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছে বেশ জৌলুস ছড়িয়ে। কেননা উদ্ভোধন অনুষ্ঠানটি একটু ভিন্ন আদলে করলো দেশটি। উদ্ভোধনের দিনেই কাতার ও ইকুয়েডরের মধ্যে খেলা হয়। আর এই খেলায় মরুভূমির দেশে প্রথম বিশ্বকাপ আয়োজন করে আরেকটি ইতিহাস সৃষ্টি করেছে কাতার। তবে সেই ইতিহাস কাতারিদের জন্য সুখের নয়।
ভ্যালেন্সিয়ার গোলে ২–০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপে শুভসূচনা করেছে ইকুয়েডর। আর তাতেই লজ্জাজনক দৃষ্টান্ত স্থাপন করেছে কাতারিরা। স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে এখন প্রথম দল কাতার।
বিশ্বকাপের ইতিহাসে ভ্যালেন্সিয়ার দ্বিতীয় ফুটবলার হিসেবে একটি টুর্নামেন্টে প্রথম ম্যাচের প্রথমার্ধে দুই গোল করলেন।
এর আগে ১৯৩৪ সালের বিশ্বকাপে স্বাগতিক ইতালির হয়ে এই কীর্তি করেছিলেন অ্যাঞ্জেলো শিয়াভিও। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইতালির ৭-১ গোলের জয়ে তিনি প্রথমার্ধে একটি জোড়া গোল করেন।
এখন বিশ্বের ফুটবল প্রেমীরা টান টান উত্তেজনা নিয়ে ফুটবল বিশ্বকাপ উপভোগ করছে। এদিকে বাংলাদেশে বেশিরভাগ ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা এবং ব্রাজিন নিয়ে মেতে রয়েছেন। অনেকস্থানে দর্শকেরা ইতিমধ্যে খেলা উৎসবমূখর পরিবেশে দেখার আয়োজনও করে ফেলেছেন।