কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আর এই গ্রেটেস্ট শো’র উদ্বোধন অনুষ্ঠান বেশ জমকালো ভাবেই অনুষ্ঠিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে জাকির নায়েককে আমন্ত্রন জানানো হয়েছে এবং তিনি বক্তব্য দেবেন এমন খবর প্রচার করে কয়েকটি মাধ্যম। তবে এ বিষয়ে ভারত ভিন্ন দাবি তুলেছে। তবে ভারতের দাবির বিষয়ে পরিষ্কার করলো কাতার।
কাতার জানিয়েছে, জনপ্রিয় বক্তা জাকির নায়েককে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়টি নিয়ে আলোচনা শুরুর পর বুধবার (২৩ নভেম্বর) কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দোহা ভারতকে এ তথ্য নিশ্চিত করেছে। হিন্দুস্তান টাইমসের খবর।
জাকির নায়েককে আনুষ্ঠানিক আমন্ত্রণের মাধ্যমে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটি বলছে দোহা। তিনি নিজ উদ্যোগে টিকিট কিনে সেখানে উপস্থিত হয়ে থাকতে পারেন। কাতার দাবি করেছে, জাকির নায়েককে নিয়ে এই মিথ্যা তথ্য ছড়িয়ে দিল্লি-দোহার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে তৃতীয় কোনো দেশ।
এর আগে ভারত কাতারকে জানিয়েছিল যে জাকির যদি আনুষ্ঠানিক আমন্ত্রণ পান তবে ভারতও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের প্রতিনিধি পাঠাবে না।
ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়। তবে তিনি কাতার সফর সংক্ষিপ্ত করে পরদিন দেশে ফিরে আসেন।
কাতার বিশ্বকাপে বক্তা জাকির নায়েককে আমন্ত্রন জানানো হয়েছে এমন দাবি করে ভারতে এই বিশ্বকাপ বয়কটের আহবান জানিছেন রাজনৈতিক দল বিজেপির একজন নেতা। তবে কাতারের এই ধরনের দাবি নিয়ে তিনি এখনও কোনো মন্তব্য করেননি বলে জানা যায়। সমাজিক যোগাযোগ মাধ্যমেও জাকিরকে নিয়ে লেখালেখি কম হয়নি।