শুরু হলো ফুটবল বিশ্বকাপের আর এই খেলার আয়োজক দেশ রক্ষণশীল কাতার। কিন্তু এই দেশটিতে কতটা রক্ষণশীল হতে পারবে বিশ্বের অন্য দেশ থেকে আগত দর্শক কিংবা খেলোয়াড়েরা সেটা এখন দেখার বিষয়। কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়ার আগেই কাতার সরকার একটি রক্ষনশীল সিদ্ধান্ত নেওয়া বেশিরভাগ পশ্চিমা দর্শকদের মাঝে ক্ষুদ্ধতা দেখা দিয়েছে।
অ্যালকো”হলের ওপর নিষে’ধাজ্ঞাসহ বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে রক্ষণশীল কাতারে বিশ্বকাপ শুরু হলো। মধ্যপ্রাচ্যের দেশটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বয়কটের আহ্বান এসেছে সারা বিশ্ব থেকে। ফুটবল বিশ্বকাপ শুরুর ৪৮ ঘণ্টা আগে অনেকটা হঠাৎ করে বি’য়ার নি”ষিদ্ধ করেছে কাতার। এই সিদ্ধান্তে ব্যাপকভাবে ক্ষোভের সঞ্চার হয়েছে।
গতকাল রোববার উদ্বোধনী ম্যাচে কাতারের স্টেডিয়ামে হাহাকার ছিল, ‘আমাদের বি’য়ার দাও’। ‘
বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক দেশ কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। খেলা শুরুর কয়েক মিনিট পর গ্যালারিতে থাকা কয়েক লাখ ইকুয়েডর সমর্থক চিৎকার শুরু করে। তারা বলতে থাকে, ‘আমরা বিয়ার চাই। আমাদের বিয়ার দাও’ বেশ কিছুক্ষণ ধরে তারা সমস্বরে এই স্লোগান দেন। প্রথম ম্যাচ দেখতে এসেছে কাতারের রাজপরিবার। দর্শকদের এমন বিরো’ধিতায় তারা নিঃসন্দেহে বিব্রত।
প্রাথমিকভাবে, কাতারি সরকার বিশ্বকাপের সময় অ্যাল”কোহল সম্পূর্ণ নিষি”দ্ধ করেছিল। কিন্তু আন্তর্জাতিক চাপের পর তারা স্টেডিয়ামে সীমিত পরিমাণে এবং বেশ কিছু শর্ত সাপেক্ষে বিয়ার বিক্রির ঘোষণা দেয়। কিন্তু বিশ্বকাপ শুরুর ৪৮ ঘণ্টা আগে হঠাৎ করেই সে দেশের রাজপরিবারের নির্দেশে বিয়ার নিষি’দ্ধ করা হয়। সারা বিশ্বের ফুটবল ভক্তরা এই সিদ্ধান্তে ক্ষু”ব্ধ হলেও কাতার রাজপরিবারের সিদ্ধান্তের পাশে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
তবে সবকিছু পেরিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। আর এই ফুটবল খেলায় অংশ নিতে বিশ্বের তাবৎ বাঘা বাঘা দলগুলো হাজির হয়েছে কাতারে। তারা কাতারের আইন অনুযায়ী এই কয়েকদিন কাটাবেন এমনটাই আশা করছেন দেশটির নীতিনির্ধারকরা।