ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ গোয়েন্দা সংস্থার পরিচয়ে কেউ গ্রেপ্তার হলে ডিবি বা সংশ্লিষ্ট থানায় জানানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “ডিবির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে লোকজনকে তুলে নেওয়া হচ্ছে। আমরা একটি কথা আগেও বহুবার বলেছি, আমাদের ডিবি সদস্যরা কাউকে গ্রেপ্তার করলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হয়।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে মিন্টু রোডে নিজ কার্যালয়ে “ডিবি পরিচয়ে আটক” অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত কমিশনার বলেন, “আমাদের নির্দেশনা তাদের (ডিবি সদস্যদের) আইডি কার্ড ঝুলিয়ে রাখা হবে। ডিবির যে আধুনিক পোশাক আছে, তাও তাদের গায়ে থাকবে। এছাড়া কেউ ডিবির পরিচয় দিলে বিশ্বাস করবেন না।”
তিনি বলেন, “এরপরও দেখা যাচ্ছে সাদা পোশাকে ডিবির নাম ব্যবহার করে তুলে নিয়ে যাচ্ছে। সাংবাদিকসহ বিভিন্ন লোকজন আমাদের কাছে তথ্য চেয়ে যোগাযোগ করেন। কিন্তু আমরা সঠিক তথ্য দিতে পারি না। কারণ আমাদের কাছে নেই।”
ডিবি প্রধান বলেন, “আমি বিনীতভাবে অনুরোধ করছি, যারা ডিবির নাম ব্যবহার করে, তারা যেন নিজেদের পরিচয় দেয়। অনেক সময় অপরাধীরা অপহরণের উদ্দেশ্যে তুলে নেয়, তারাও ডিবির নাম ব্যবহার করে।”