পরিস্থিতি মানুষকে নানারকম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আবার অনেকে অভ্যাসগত কারণে কিংবা আবেগপ্রবণতার কারণেও অনেক অপ্রত্যাশীত ঘটনা ঘটিয়ে থাকে। হঠাৎ করে সিদ্ধান্ত নেবার ফলাফল হতে পারে খুবই দুঃখজনক। মাদ্রাসায় পড়ে মানে ছেলেটির বয়স হয়তো খুব বেশি হবে না। ছেলটি কোনো একটি কারণে হঠাৎ করেই উঠে পড়লো বিশাল টাওয়ারের মাথায়।
নেত্রকোনার বড় স্টেশন এলাকায় মোবাইল টাওয়ারের ওপর দাঁড়িয়ে আছে এক মাদ্রাসা ছাত্র। বুধবার (১০ আগস্ট) থেকে মোবাইল টাওয়ারের ওপর বসে আছেন মোহাম্মদ নামের ওই ছাত্র। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সে মাদরাসাতুল আরকামের ছাত্র। তার বাড়ি কলমাকান্দা উপজেলায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনের ফায়ার সার্ভিসের কর্মীরা মাদ্রাসা ছাত্রকে উদ্ধারে ঘটনাস্থলে রয়েছেন।
প্রসঙ্গত, কিছু কিছু কারণে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তবে টাওয়ারে উঠা ছেলেটির কি সমস্যা হয়েছে সেটা এখনো বিস্তারিত জানা যায়নি। ছেলে-মেয়েরা অল্পতেই খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং পরিবারের কথা না ভেবেই নিয়ে নেয় খুব কঠিন সিদ্ধান্ত।