দারুণ খবর, কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে দেশটির রাজধানী অটোয়ায় চালু হয়েছে ই-পাসপোর্ট কার্যক্রম। বাংলাদেশ হাইকমিশনের চালু করা এই সেবা নিয়ে প্রবাসীরা উচ্ছ্বসিত। এই সপ্তাহে টরন্টোতেও ই-পাসপোর্ট পরিষেবা চালু করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট কর্মসূচি চালু করেছে কানাডা। দেশের রাজধানী অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এই সেবা চালু করা হয়। স্থানীয় সময় রোববার (১৪ জানুয়ারি) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার এটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল কবির মেনন, হাইকমিশনের কাউন্সিলর সারমিন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অটোয়া আওয়ামী লীগের সভাপতি।
ই-পাসপোর্ট সেবায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১১৯তম। অনুষ্ঠানে আগতরা জানান, এর পেছনে রয়েছে জননেত্রী শেখ হাসিনার অনন্য অবদান।
২০১৬ সালে ই–পাসপোর্ট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের জন্য চালু হয় এ কার্যক্রম। এর মাধ্যমে অটোয়াতে ৪২তম ই-পাসপোর্ট সেবা চালু হয় বলে জানান সংশ্লিষ্টরা।
এই সপ্তাহে টরন্টোতে ৪৩ তম পরিষেবা শুরু হবে। এর মাধ্যমে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্বল্প সময়ে আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমিগ্রেশনের যাবতীয় কাজ দ্রুত শেষ করতে পারবেন।