Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / বিয়ের ২ সপ্তাহ না যেতেই সিঁথিতে সিঁদুর নেই আথিয়া শেঠির, পড়লেন বিপাকে

বিয়ের ২ সপ্তাহ না যেতেই সিঁথিতে সিঁদুর নেই আথিয়া শেঠির, পড়লেন বিপাকে

বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও সফল অভিনেত্রী আথিয়া শেঠি। নিপুন অভিনয় দিয়ে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের মন। এদিকে ব্যক্তিগত জীবনে গত কয়েকিদন আগেই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে সাত পাকে বাধা পড়েন তিনি।

তবে বিয়ের পর্ব চুকিয়ে প্রথমবার ক্যামেরার সামনে এসেই কটাক্ষের মুখে পড়লেন নববধূ! সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-মশকরা।

রাহুলের সঙ্গে ডিনার ডেটে যাওয়ার জন্য সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন আথিয়া। স্বাভাবিকভাবেই, নবদম্পতিকে ক্যামেরায় বন্দি করতে জড়ো হয়েছেন পাপারাজ্জিরা। আর রাহুল-আথিয়ার সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। আসলে, আথিয়া কিছুটা অপ্রত্যাশিত চেহারায় ধরা দেন।

তাকে দেখে বোঝার উপায় নেই যে ২৩শে জানুয়ারি তার বিয়ে হয়েছে। সিঁথিতে সিঁদুর নেই। এমনকি মঙ্গলসূত্রও পড়েননি। হাতে মেহেন্দিও সম্পূর্ণ অস্পষ্ট। নীল ডেনিম এবং নীল-সাদা শার্টে রাহুলের পাশে পোজ দিয়েছেন তিনি।

আথিয়ার লুক দেখে ক্ষুব্ধ নেটিজেনদের কেউ কেউ। তাদের দাবি, আথিয়াকে কোনো দিক থেকেই কনের মতো দেখায় না। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিয়ের পরপরই সিঁথি থেকে সিঁদুর উধাও? মঙ্গলসূত্রই বা কেন তিনি পরলেন না! আথিয়া ভক্তরা একটু বিরক্তি নিয়ে আবার বলেন, আথিয়া বিয়ের পর এই লুকে ঘুরে বেড়াতে পারবেন কারণ তিনি একজন বলিউড তারকার মেয়ে। এদেশের সাধারন নারীরা যখন এই কাজ করে তখন অনেক প্রশ্ন জাগে।

তবে আপাতত এ কটাক্ষের জবাব দিতে নারাজ বলিউডের এই অভিনেত্রী। এই মুহূর্তে স্বামীর সঙ্গেই নিজের পুরো সময়টা দিতে চান তিনি। তাই কে কি বলল, তাতে একদমই কান দিতে চান না তিনি।

About Rasel Khalifa

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *