বার্ধক্যজনিত-সহ দীর্ঘদিন ধরেই মরণঘাতী ক্যান্সারে ভুগে অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের মা। গতকাল শনিবার (২৮ জানুয়ারি) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
দীর্ঘ তিন বছর ধরে রাখির মা (জয়া বেদ) ব্রেন টিউমার এবং টার্মিনাল ক্যান্সারে ভুগছিলেন। মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালের আইসিইউতেও ভর্তি ছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে অবশেষে তিনি মারা যান।
সেদিন হাসপাতালের বাইরে কাঁদতে দেখা যায় রাখিকে। মায়ের মৃত্যুর পর শোকাহত অভিনেত্রী তার স্বামী আদিল দুররানিকে খুঁজছিলেন। বন্ধুরা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। রাখি অবশ্য স্বস্তির বাইরে ছিলেন। ফটোগ্রাফারদের সামনে তখনও প্রলাপ ছিল রাখি। তার সেই কান্নার মুহূর্ত এখনও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।
ইতিমধ্যেই মায়ের সঙ্গে একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন রাখি। সেখানে জয়ার মৃত্যুর আগের অবস্থা দেখা যায়। জয়াকে হাসপাতালের বিছানায় নাকে টিউব দিয়ে শুয়ে থাকতে দেখা যায়। পাশে মাটিতে বসে কাঁদছে কন্যা রাখি।
সেই ভিডিও শেয়ার করে রাখি লিখেছেন, “আমার মাথায় আর কোন দিন হাত রাখবে না মা। আমার সব শেষ হয়ে গেল। আর কিছু হারানোর নেই। কোথায় যাব আমি এবার, কী করব? মা তোমায় খুব ভালবাসি… মিস করছি খুব।” রাখির সেই পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউড সতীর্থরা। রবিবার (২৯ জানুয়ারি) মায়ের শেষকৃত্য হবে বলে জানান রাখি।
এদিকে গুণী এই অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবরে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন রাখির অগণিত ভক্ত-শুভাকাঙ্খীরাও। সকলেই তা মায়ের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চান।