চলতি বছরের গত ২ ফেব্রুয়ারি বেশ ধুমধাম করেই জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। কিন্তু দাম্পত্ত্য জীবনের এক বছর না যেতেই
যৌতুকের দাবিতে স্বামীর মারধরের শিকার হতে হয়েছে তাকে। আর এরই জের ধরে স্বামী রাহীর বিরুদ্ধে মামলাও করেছেন এই অভিনেত্রী।
তার অভিযোগের প্রেক্ষিতে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সারিকা অভিযোগ করেন, তাদের বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য হয়েছে। বিয়ের সময় তার বাবা-মা রাহিকে ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ঘরের আসবাবপত্র উপহার দেন। পরে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে সারিকাকে নির্যাতন শুরু করে রাহি। আর তাই স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেছেন তিনি।
সারিকা গণমাধ্যমকে বলেন, ‘রাহি আমাকে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে নির্যাতন করেছে। সে যেভাবে অত্যাচার করেছে, তা অসহনীয় ছিল। পারিবারিক জীবনে আমি অতিষ্ঠ।
তিনি আরও বলেন, ‘আমার অনেক কিছু বলার আছে। আমি এখনই সব বলতে পারব না। বোঝা উচিত একজন মহিলার কখন ঘরের বিষয়গুলি প্রকাশ্যে নিয়ে আসে। তবে এটুকু বলব, পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সেই সুযোগ আমাকে দেওয়া হয়নি। ফলে আমি আদালতের দ্বারস্থ হই।
প্রসঙ্গত, গতবছরের ১২ ডিসেম্বর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সারেন এই রাহী-সারিকা। এরপর ২ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তার। কিন্তু দাম্পত্য কলহের জের ধরে হয়তো আর এক সঙ্গে থাকা হচ্ছে না তাদের।