Sunday , December 29 2024
Breaking News
Home / International / বিয়ের অনুষ্ঠানেই কনে’কে চুমু খাওয়াই কাল হলো বরের, যেতে হলো থানায়

বিয়ের অনুষ্ঠানেই কনে’কে চুমু খাওয়াই কাল হলো বরের, যেতে হলো থানায়

বিষয়টি আসলেই অনেকটা অবাক করার মতোই, কিন্তু বাস্তবেই এবার এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে। যা নিয়ে রীতিমতো গোটা এলাকাজুড়েই শুরু হয়েছে নানা আলোচনা। দেশটি এক সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, বিয়ের বর বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সামনে কনেকে চুম্বন করে বসেন বর।

আর এতেই রীতিমতো রেগে যান কনে। এমনকি বরের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় গেছেন তিনি।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে এই দম্পতি ২৬ নভেম্বর বিয়ে করেন। তারপর ২৮ নভেম্বর পাভাসা গ্রামে বিবাহোত্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর-কনে একসঙ্গে মঞ্চে বসলেন। হঠাৎ বর তার স্ত্রীকে ৩০০ অতিথির সামনে চুমু খেলেন। আর তাতেই খুব খুশি হয়েছিল নববধূ।

মঞ্চ থেকে নেমে সরাসরি নিজের ঘরে চলে যান কনে। পরিবারের অন্যরা নানাভাবে কনেকে শান্ত করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। অবশেষে কনে থানায় গেলেন।

কনে পুলিশের কাছে অভিযোগ করেছে যে সে বরের সঙ্গে থাকতে চায় না। সে তার বাবার বাড়িতে থাকতে চায়। বরের আচরণ তার মোটেও পছন্দ হয়নি। যে ব্যক্তি ৩০০ জনের সামনে এমন কাজ করতে পারে তার চরিত্র মোটেও ভালো নয় বলেও দাবি কনে। বরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।

বর বলল আমার বউ আগে থেকেই চুমু খাওয়ার কথা জানত। সে আমার সাথে শর্ত দিল যে আমি যদি তাকে সবার সামনে চুমু খেতে পারি তাহলে সে আমাকে ১৫০০ টাকা দেবে। আর যদি আমি এটা করতে না পারি, তাহলে আমি তাকে ৩০০০ টাকা দেব।

পুলিশ কনের কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের মধ্যে তেমন কোনো কথা হয়নি। পুলিশের সামনে দীর্ঘক্ষণ তর্ক চলে।

পরবর্তীতে জানা যায়, পুলিশি হস্তক্ষেপে বর-কনে সিদ্ধান্ত নেন তারা আর এক সঙ্গে বাকি জীবনটা কাটাবেন না। খুব শীঘ্রই আইনি সহযোগিতায় বিচ্ছেদের পথে হাঁটবেন। তবে এ ঘটনায় বেশ অবাক হয়েছেন তাদের পরিবার-পরিজন।

About Rasel Khalifa

Check Also

বিতর্ককের নতুন মাত্রা, চোর উপাধি পেলেন নরেন্দ্র মোদি

ভারতের রাজনীতিতে মোদি-আদানি সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার গোয়ার রাজ্যসভায় আম আদমি পার্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *