Sunday , January 5 2025
Breaking News
Home / Entertainment / বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়িকা মাহি, বললেন প্রার্থনা কাজে দেয় (ভিডিওসহ)

বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়িকা মাহি, বললেন প্রার্থনা কাজে দেয় (ভিডিওসহ)

বিমান দুর্ঘটনা থেকে এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতীয় হিন্দি সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মাহি ভিজ। এ সময়ে সঙ্গে ছিলেন তার একমাত্র মেয়ে তারা ভানুশালও। সৌভাগ্যবসত এ যাত্রায় দুজনেই প্রাণে রক্ষা পান। জানা যায়, গোয়া থেকে মুম্বাই ফেরার পথে তাদের বহনকারী বিমানটি হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক ইনস্টাগ্রাম পোস্টে মাহি বলেন, জীবন খুবই অনিশ্চিত। মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইটে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এরপরই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।

তিনি আরও লেখেন, ‘পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সহায়তায় বিমানের সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। বিমানের পাইলট, কেবিন ক্রু ও ফ্লাইট অপারেটরদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে ওই পোস্টে মাহি আরও বলেন- প্রার্থনা সত্যিই কাজে দেয়।’

উল্লেখ্য, মডেলিংয়ের মধ্যদিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন মাহি ভিজ। এরপর ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে সবার নজরে আসেন তিনি। পরবর্তীতে জায়গা করে নেন বলিউডে।

About Rasel Khalifa

Check Also

ডিভোর্সের ৭ বছর পর বিয়ে করলেন তাহসান, জানা গেল পাত্রীর পরিচয়

নতুন বছরের শুরুতে ভক্তদের জন্য আনন্দের খবর নিয়ে এলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *