Monday , January 6 2025
Breaking News
Home / Entertainment / বিমানে উঠেই এয়ার হোস্টেসকে বার বার একটি প্রশ্নই করে যাচ্ছিলেন শাকিব

বিমানে উঠেই এয়ার হোস্টেসকে বার বার একটি প্রশ্নই করে যাচ্ছিলেন শাকিব

গত বছরের নভেম্বরে সুদূর আমেরিকায় পাড়ি জমান ‘ঢালিউড কিং খান’ খ্যাত তারকা শাকিব খান। তবে দেশের বাইরে থাকলেও প্রতিনিয়ত দেশ ও দেশের মানুষের খবর রাখতেন তিনি। তবে দীর্ঘ প্রায় ৯ মাস পর অবশেষে আজ বুধবার (১৭ আগস্ট) দেশের মাটিতে পা রেখেছেন বাংলার অন্যতম গুণী এই অভিনেতা।

এ সময় তাকে স্বাগত জানাতে সেখানে ভিড় করেন অসংখ্য ভক্ত।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হন মিডিয়া অঙ্গনের সাকিবের ঘনিষ্ঠ বন্ধুরাও।

বিমানবন্দরে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শাকিব খান বলেন, “আপনারা সবাই আমাকে অনেক মিস করেছেন, আমাকে ভালোবাসেন। আমি সত্যিই মুগ্ধ। আমি আপনাদের অনেক মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’

এর আগে গতকাল (১৬ আগস্ট) সকালে বিমানে ওঠার আগে শাকিব খান আনুষ্ঠানিকভাবে একটি পোস্টে তার আসার ঘোষণা দেন।

ফেসবুকে ভেরিফায়েড পেজে শাকিব খান লেখেন, ‌‘জীবন যখনই আমাকে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ— উপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতো। এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

বিগত সময় নিয়ে তিনি আরও বলেন, ‘এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল! ’

এদিকে প্রিয় অভিনেতার দেশে ফেরার খবরে আগে থেকেই বিমানবন্দরে হাজির হন শত শত ভক্ত-শুভাকাঙ্খি। শাকিবকে দেখা মাত্রই সকলেই তাকে স্বাগত জানান। এ সময়ে ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন শাকিব।

About Rasel Khalifa

Check Also

অভিনেতা প্রবীর মিত্র আর নেই

নন্দিত অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *