মনে সাহস থাকলে জীবনে যতই বিপদ আসুক না কেনো মনোবল দিয়ে সেই বিপদকে অতিক্রম করা যায়। মনোবলই হলো জীবনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। যার মনোবল নবেই সে কোনোদিন সামনের দিকে রগিয়ে যেতে পারেনা। সম্প্রতি জানা গেছে দুবাই থেকে কাবুলগামী ফ্লাইটে তার টিকিটে জটিলতার কারণে সেফারিকে বিমানে উঠতে বাধা দেয়া হয় কিন্তু পরে সে শনিবার দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন
সেফারী আহমেদ হোসনা নামে ওই বিদেশি শনিবার (১৩ আগস্ট) দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। টিকিট জটিলতায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে উঠতে পারেননি তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, শনিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
গত বৃহস্পতিবার রাতে দুবাইগামী বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন সেফারি। ওইদিন দুবাই যাওয়ার ফ্লাইট শিডিউল অনুযায়ী শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। কিন্তু টিকিট জটিলতার কারণে তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ওইদিন ফ্লাইটের টিকিট নিয়ে তার কোনো সমস্যা হয়নি। কিন্তু দুবাই থেকে কাবুলের ফ্লাইটে টিকিট নিয়ে জটিলতার কারণে সেফারিকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। এদিকে বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন তিনজন। পরে নিজ খরচে রাজধানীর উত্তরায় একটি হোটেলে অবস্থান করেন।
গতকাল তার টিকিটের সমস্যা মিটে গেছে বলেও জানিয়েছেন এয়ারলাইন্সের কর্মকর্তারা। প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৫টায় বিমানের একটি ফ্লাইটে সেফারি ঢাকা ছাড়েন। মূলত টিকিটের জটিলতায় তিনি ভোগান্তিতে পড়েন।
প্রসঙ্গত, মানুষের সবথেকে আপন জায়গা হলো তার নিজের বাড়ি। মানুষ যতই দূরে যাক না কেনো তার মন টা পড়ে থাকে তার বাড়ির কাছে। এই আফগানিস্থানের মেয়েটি বিমান উঠতে না পাড়ায় তার মন ভেঙ্গে যায় এবং সে কান্নায় ভেঙ্গে পড়ে কিন্তু পড়ে যখন সে টিকিট পায় এবং বিমানে উঠতে পারে তখন সে মনে স্বস্তি পায়।