সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমান পাকিস্তানের বন্দর নগরী করাচিতে এক বাংলাদেশি যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদ যাচ্ছিল। ফ্লাইটটি করাচিতে অবতরণ করতে বাধ্য হয়েছিল কারণ এটিকে ভারতে অবতরণের অনুমতি দেওয়া হয়নি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৮০৫ ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে ভোর ৩টা ৫৭ মিনিটে ছেড়ে যায়। ফ্লাইটের পরপরই আবু তাহের নামে ৪৪ বছর বয়সী এক বাংলাদেশির শারীরিক অবস্থার অবনতি হয়। ওই সময় বিমানটি ভারতীয় আকাশসীমায় ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানটির এক কর্মকর্তা জিও নিউজকে বলেন, উচ্চ রক্তচাপের কারণে মাঝ আকাশে বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। অবস্থার অবনতি হলে তিনি বমি করতে শুরু করেন। যাত্রীর অবস্থা খারাপ দেখে পাইলট বিমানটিকে ঘুরিয়ে মুম্বাইয়ের দিকে যাত্রা করেন এবং মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুমতি চান।
ওই কর্মকর্তা আরও বলেন, মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল এক পর্যায়ে রোগীর নাম ও জাতীয়তা জানতে চেয়েছিল। বাংলাদেশি মুসলমানদের পরিচয় জানার পর তারা বিমানটিকে অবতরণ করতে অস্বীকৃতি জানায়।
তবে এই কর্মকর্তার দাবির সত্যতা যাচাই করতে পারেনি জিও নিউজ।
পরে মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরামর্শে বিমানের পাইলট পাকিস্তানের করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে অবতরণের অনুমতি চেয়েছিলেন। অবশেষে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
করাচি বিমানবন্দরের সিভিল এভিয়েশন অথরিটির চিকিৎসকরা দ্রুত আবু তাহেরের চিকিৎসা করেন। পরে তার অবস্থার উন্নতি হলে তাকে নিয়ে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে রওনা হয়।