বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। কলকাতা ( Calcutta ) থেকে দিল্লিগামী ( Delhi-bound ) এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র থাকায় যাত্রীদের অন্য ফ্লাইটে পাঠানো হয়েছে। জানা গেছে যে AI-৭৬৩ কলকাতা ( Calcutta ) থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি রানওয়েতে আসার পরেই নজরে আসে এই সাংঘাতিক দৃশ্যটি।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি দিল্লির উদ্দেশ্যে কলকাতা ( Calcutta ) ছেড়েছে। কিন্তু হঠাৎ করেই বিপর্যয় নেমে আসে। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। কলকাতা ( Calcutta ) থেকে দিল্লিগামী ( Delhi-bound ) এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে জ্বালানি ট্যাঙ্ক লিক হয়ে যায়। যাত্রীদের অন্য বিমানে নিয়ে যাওয়া হয়। AI-৭৬৩ কলকাতা ( Calcutta ) থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিমানটি রানওয়েতে পৌঁছালে দেখা যায় জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল বের হচ্ছে। বিমানটিতে প্রায় ১৩০ জন যাত্রী ছিল। এরপর বিমান থেকে যাত্রীদের নামানো হয়। যাত্রীদের নামানোর পর শুরু হয়েছে উড়োজাহাজ মেরামতের কাজ। অবশেষে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমানটি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। সমস্ত বিষয় ইতিমধ্যে তদন্ত করা হচ্ছ।
উল্লেখ্য, দুর্ঘটনার সম্মুক্ষিন হতে যাওয়ার হাত বেচে যাওয়া বিমানটি যখন রানওয়েতে এসে পৌঁছায় ঠিক তখনই বিমানবন্দরের সংশ্লিষ্টরা লক্ষ্য করে যে, জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল বের হতে দেখা যায়। বিমানটিতে তখন প্রায় ১৩০ জন যাত্রী ছিলেন। এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে বিমানটির মেরামতের কাজ শুরু হয়। অবশেষে অন্য ফ্লাইটে যাত্রীদের দিল্লির উদ্দেশ্যে অন্য বিমানে করে পাঠানোর ব্যাবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিমান কতৃপক্ষ্য।