মানুষ বিপদে পড়লে সাধারণত আইনের আশ্রয় নিয়ে থাকে। আইনই সাধারণ মানুষের বিপদের সময়ে আশ্রয়ের একমাত্র ভরসা। সমাজে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ নিয়োজিত রয়েছে জনগনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। পুলিশ হলো জনগনের পরম বন্ধু। সমাজে পুলিশের উপস্থিতির জন্য অপরাধকারীরা অপরাধের মাত্রা একেবারেই কমিয়ে দিয়েছে। তবে সেই পুলিশই যদি বিপদের সময় পাশে না দাঁড়ায় তাহলে এর থেকে দুঃখের আট কি হতে পারে। সম্প্রতি জানা গেল কুমিল্লায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ পুলিশ সদস্য ক্লোজড করা হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংড়া বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা হলেন বাঙ্গড়া বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান ও কনস্টেবল মামুন হোসেন।
ওসি জানান, কয়েকদিন আগে ভুক্তভোগী এক নারীর বাড়িতে ঢুকে তার বিবস্ত্রতার ভিডিও রেকর্ড করার অভিযোগ নিয়ে থানায় আসেন। বিষয়টি কম্পিউটার অপারেটর মামুনকে জানালে তিনি সঠিকভাবে অভিযোগ না লিখে চুরির অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুককে।
এএসআই আতাউর রহমানও তার সঙ্গে তদন্তে যান। তারা সঠিক তদন্ত ছাড়াই নির্যাতিতা নারী ও তার পরিবারকে নানাভাবে হয়রানি করে। এ অভিযোগ তুলে স্থানীয় সংবাদ সম্মেলন করেন নির্যাতিতা নারী। বিচার না পেলে আত্মহননের হুমকি দেন। পরে তাদের অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, কিছু কিছু পুলিশ সদস্যের কর্মের অবহেলার কারণে সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। মানুষ বিপদে পড়েই তো যায় পুলিশের কাছে অভিযোগ করতে। তবে সেই অভিযোগ যদি গুরুত্বসহকারে দেখা না হয় তাহলে সুষ্ঠ বিচার কিভাবে পাবে মানুষ। পুলিশের প্রতি সাধারণ মানুষের রয়েছে অনেক সম্মান ও ভালোবাসা।