বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও সমাবেশ করায় আদালত অবমাননার অভিযোগ উঠেছে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। সাত আইনজীবীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে আপিল বিভাগে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
১৫ আগস্ট শোক দিবসের আলোচনা সভায় ‘বিচারকদের শপথগ্রহণকারী রাজনীতিবিদ’ উল্লেখ করে আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বেশ কয়েকবার সংবাদ সম্মেলন করে।এছাড়া ওই দুজন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মিছিল সমাবেশও করে আসছে।
এর আগে শোক দিবসের আলোচনায় বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, এই সংবিধান আমাদের সর্বোচ্চ রাজনৈতিক দলিল। বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন, রাজনৈতিক দর্শন, সামাজিক দর্শন সবই এই সংবিধানে প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি সুষ্ঠু নির্বাচন নিয়ে বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা হৈচৈ করছে। বঙ্গবন্ধু বলেছেন, গণতন্ত্র চাই। বঙ্গবন্ধুর শোষিত গণতন্ত্র কি? ভোটই একমাত্র গণতন্ত্র নয়। ভোট দিয়ে রাজা-মন্ত্রী বদলানো গণতন্ত্র নয়। যে গণতন্ত্র জনগণের ভাত, বেকারদের কর্মসংস্থান এবং দেশের জনগণের সার্বিক মুক্তি নিশ্চিত করতে পারে না, সেই গণতন্ত্রে বঙ্গবন্ধু বিশ্বাস করেন না।