বাংলা রুপালি জগতের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা। চিত্রনায়ক বাপ্পারাজ-সহ আরো অনেক গুণী অভিনেতাদের বিপরীতে জুটি বেঁধে উপহার দিয়েছেন বেশকিছু সাড়া জাগানো সিনেমা। তবে এই মুহূর্তে খুব একটা ভালো নেই বাংলার অন্যতম গুণী এই অভিনেত্রী। প্যারালাইজড হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
স্ট্রোকের কারণে তার বাম হাত ও বাম পা অবশ হয়ে গেছে। দরিদ্র জীবন যাপন করছেন। তিনি মিডিয়াকে বলেছেন যে তিনি বাঁচতে চান। গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোকে আক্রান্ত হয়ে রঞ্জিতার পা ও হাত অবশ হয়ে যায়। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রঞ্জিতা বলেন, ‘আমার পক্ষে কথা বলা কঠিন, আমি বাঁচতে চাই। আমি সুস্থ হতে চাই, আমাকে সাহায্য করুন. এই শহরে আমার থাকার জায়গা নেই। আমার রোজগারের উপায় নেই। প্রধানমন্ত্রী ছাড়া আর কে আমাকে বাঁচাতে পারে, তিনি করুণাময়। ‘
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার এক ভাই আছে, তিনিও প্রতিবন্ধী। তার চিকিৎসা ব্যয়বহুল। সে বাঁচতে চায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগিতারও আহ্বান জানান তিনি।
কর্মজীবনে প্রায় ২৯ টি সিনেমায় অভিনয় করেছেন বাংলার অন্যতম গুণী এই অভিনেত্রী রঞ্জিতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-রাজা মিস্ত্রী’ ও ‘জিনের বাদশা’ ইত্যাদি। তার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন পরিবার।