সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক মোস্তফা সরয়ার ফারুকীর একটি সিনেমার ছাড়পত্র পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যার কারনে তিনি তার স্ত্রী অভিনেত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিয়েছেন তারা। এবার সিনেমা আটকে রাখার জবাব চাইলেন ফারুকী। আপিল বোর্ডের অনুমতি পেলেও সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ‘শনিবার বিকেল’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে যায়। বেআইনিভাবে সিনেমা বন্ধের জবাব চান প্রযোজক মোস্তফা সারায়ের ফারুকী।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে লেখেন, ‘তিন তারিখ ‘শনিবার বিকেল’ রিলিজ হয়নি। কারণ আমরা এখনো সার্টিফিকেট হাতে পাইনি। এই অত্যন্ত খারাপ কাজটার প্রতিক্রিয়ায় আমরা অধৈর্য হতে পারতাম। কিন্তু আমরা পণ করেছি, ধৈর্য ধরার। কারণ আমরা জানি, আমাদের লক্ষ্য কি।’
তিনি আরও বলেন, ‘আমাদেরকে দেরি করিয়ে দেওয়া হয়ত যাবে, আহত করা হয়ত যাবে, কিন্তু ভেঙ্গে ফেলা যাবে না। কারণ আমরা উঠে এসেছি এই জাতির দ”গদগে বাস্তব আর লাল-নীল স্বপ্নের অনেক গভীর থেকে।’
পরিচালকের মন্তব্য, “তিনের জায়গাটা বদলে গিয়ে হয়তো দশ হবে, কিন্তু বাংলার দামাল ছেলেদের আটকে রাখতে পারবেন না!” আরেকটি কথা বলা দরকার, আপিল কমিটির রায়ের পরও যারা অবৈধভাবে সিনেমাটি বন্ধ রেখেছেন তাদের জবাব দিতে হবে, আমাদের মুক্তিতে দেরি করানোর কারণ কী?’
এদিকে চলচ্চিত্র নির্মাতা একাধিকবার দাবি করেছেন যে, সিনেমার কাহিনিটি স্রেফ কাল্পনিক এবং ঘটনার সরাসরি কোনো বাস্তবতার বিষয়ে নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাঃ হাছান মাহমুদ এর আগে সিনেমাটি নিয়ে বলেছিলেন যে, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বোর্ডের সদস্য হিসেবে চলচ্চিত্রটিকে তার সেন্সরশিপ দেওয়া হয়নি। কারন সিনেমার বিষয়টি মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। এখানে অনেক কিছু বিবেচনা করা হয়ে থাকে।