গতকাল সোমবার (২৩ জানুয়ারি) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তেলেগুর অত্যন্ত জনপ্রিয় ও তরুণ অভিনেতা সুধীর বর্মা। ভারতের বিশাখাপত্তনমের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে গুণী এই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে যেন থমকে গেছে গোটা মিডিয়া ইন্ডাস্ট্রি।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, আ”ত্মহ”’ত্যা’ করেছেন সুধীর। ব্য”ক্তিগ’ত কারণেই হয়তো এমন সিদ্ধান্ত অভিনেতার।
কিন্তু সুধীরের কী সমস্যা ছিল যা তাকে ‘আ”ত্ম’হ”ত্যা’ করতে বাধ্য করেছিল, প্রশ্ন তুলেছেন সুধীরের পরিবার ও ঘনিষ্ঠজনরা।
এদিকে সুধীরের হঠাৎ চলে যাওয়াকে কেউ কেউ রহস্যজনক ‘মৃ’ত্যু’ বলে দাবি করছেন। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।
তবে কী কারণে তিনি ”আ”’ত্ম’হ”’ত্যা’ করেছেন পুলিশ তা জানতে পারেনি। এখনও পর্যন্ত সুধীরের কাছ থেকে কোনও সু”ই’সা’ই’ড নোট উদ্ধার হয়নি। কী কারণে অভিনেতার অকাল’মৃ’ত্যু ‘হল সেই প্রশ্নের উত্তর খুঁজছে ডিউটিতে থাকা পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ‘মৃ”ত্যু’র কারণ জানা যাবে বলে আশা করছেন তারা।
উল্লেখ্য, থিয়েটারের মধ্যদিয়ে মিডিয়ায় যাত্রা করেন সুধীর। এরপর ২০১৩ সালে ‘স্বামী রা রা’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় পা রাখেন তিনি। শুধু তাই নয়, ২০১৭ সালে সিনেমার পরিচালনায় আসেন এই অভিনেতা।