দীর্ঘদিন অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগে অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতিমান মার্কিন অভিনেতা স্টুয়ার্ট মার্গোলিন (৮২)। তার মৃত্যুর খবরে গোটা বিনোদন অঙ্গনজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে গুণী এই অভিনেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার পরিবার।
স্টুয়ার্ট মার্গোলিন ‘দ্য রকফোর্ড ফাইলস’-এ অভিনয়ের জন্য ১৯৭৯ এবং ১৯৮০ সালে পর পর দুইবার এমি অ্যাওয়ার্ড জিতেছিলেন।
মার্গোলিন ১৯৬০ এর দশকের গোড়ার দিক থেকে এই শতাব্দীর মধ্য দিয়ে টেলিভিশন জুড়ে জনপ্রিয় মুখ ছিলেন। ডজনখানেক শোতে অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন টিভি সিনেমাতেও অভিনয় করেছেন।
মাত্র ৮ বছর বয়সেই অভিনয় কর্মজীবন শুরু করেন স্টুয়ার্ট মার্গোলিন। এরপর ধীরে ধীরে একধিক ব্যবসায় সফল সিনেমায় অভিনয় করে জায়গা করে নেন কোটি ভক্তের মনে। মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি।