দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানা জটিলতায় ভুগে অবশেষে গতকাল শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাংলা থিয়েটার জগতের অন্যতম নক্ষত্র মায়া ঘোষ (৮৯)। তার মৃত্যুর খবরে গোটা বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের কালো ছায়া।
জানা গেছে, হঠাৎ করেই এই গুণী অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মায়া ঘোষ শুরুতে পাড়ার থিয়েটারে অভিনয় শুরু করেন। উৎপল দত্ত পিপলস লিটল থিয়েটারের সদস্য হিসেবে মঞ্চে আত্মপ্রকাশ করেন। তবে অজিতেশ ব্যানার্জির সঙ্গে নাটকে জড়িয়ে পড়েন তিনি। অজিতেশ নন্দিকা গঠনের পর মায়া হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
১৯৮৭ সালে ‘বেলা অবেলার গল্প’ নামক একটি ধারাবাহিক মাতকে অভিনয় করে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার লাভ করেছিলেন সবার প্রিয় এই অভিনেত্রী। তাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তারকাদের অনেকেই।