আজ রোববার (২০ নভেম্বর) ভোরে নিজ বাস ভবনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় খল অভিনেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল ওরফে মুকুল তালুকদা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হঠাৎই তার মৃত্যুর খবরে গোটা বিনোদন অঙ্গনজুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া। তাকে হারানোর বেদনায় রীতিমতো কাঁদছে ভক্ত-শুভাকাঙ্খীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, শহীদ উল্লাহ তালুকদার মুকুল প্রতিদিনের মতো রোববার সকালে হেঁটে বাড়ি ফেরেন।
ওই সময় বাড়িতে লোকজন ছিল না। কিছুক্ষণ পর বাড়ির এক ভাড়াটিয়া দরজা খুলে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন মুকুল তালুকদারকে। খবর পেয়ে লোকজন এসে তার মৃত্যু নিশ্চিত করে।
হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ছোট বোন ও ছোট ভাই রেখে গেছেন।
উল্লেখ্য, ‘খায়রুন সুন্দরী’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রেখেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন মুকুল তালুকদার। এরপর ক্যারিয়ারে আর কখনোই পেছন ফিরে তাকতে হয়নি তাকে।