গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতিমান চিত্রপরিচালক সন্দীপ চৌধুরী (৪৮)। গুণী এই তারকা নির্মাতার মৃত্যুর খবরে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন অঙ্গনে।
বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ১৭ ডিসেম্বর, ‘ফেরারি মন’ সিরিজের শুটিং চলাকালীন সন্দীপ অসুস্থ হয়ে পড়েন। তার আগে থেকেই কিডনির সমস্যা ছিল। ডায়ালাইসিসও চলছিল। অসুস্থ হওয়ার পর তাকে দক্ষিণ কলকাতার ইকবালপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
কিছুদিন আগে মারা গেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরী। প্রয়াত সন্দীপ চৌধুরী ছিলেন তাঁর একমাত্র পুত্র।
এদিকে কলকাতার অন্যতম খ্যাতিমান এই নির্মাতার মৃত্যুতে শোকের সাগরে ভাসছেন ভক্ত-শুভাকাঙ্খীরা। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।