Friday , September 20 2024
Breaking News
Home / National / বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলেছি প্রতিদিন একটু করে লোডশেডিং দিতে, যাতে বিদ্যুৎ থাকার গুরুত্বটা বোঝে :প্রধানমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলেছি প্রতিদিন একটু করে লোডশেডিং দিতে, যাতে বিদ্যুৎ থাকার গুরুত্বটা বোঝে :প্রধানমন্ত্রী

আমার সঙ্গে বেশি কথা বললে সব বন্ধ করে দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দিলে আবার করব। দেখা যাক দায়িত্ব নিতে রাজি কে! সব রেডি করে রেখেছি, এখন বসে বড় বড় কথা বলে । আমি আমার বাবা-মাকে হারিয়েছি। আর হারানোর কিছু নেই । আমি ১৫ -১৬ বছর বয়স থেকে মিছিল করছি। কত বছরের রাজনীতি? আমার স্বপ্ন ছিল- জাতির জনকের, আমি তা করেছি, এখন কেউ না খেয়ে চলে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান এবং যুক্তরাজ্য সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।

রিজার্ভ নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে। তারা কী জানে, আমরা যখন ক্ষমতায় এসেছি, তখন রিজার্ভ কত ছিল? কোথায় ছিল বাংলাদেশ, কোথায় নিয়ে এলে? আমাদের যতটা প্রয়োজন ততটা রিজার্ভ আছে। আমাদের ভালো থাকা জরুরি, নাকি রিজার্ভটা দরকার বেশি? যদি বলে, তাহলে রিজার্ভ আগের জায়গায় এনে দেই? বিদ্যুৎকেন্দ্র-টেন্দ্র বন্ধ করে দেই।

তিনি আরও বলেন, আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে প্রতিদিন একটু লোডশেডিংয়ের ব্যবস্থা করতে বলেছি। যাতে তারা বিদ্যুতের গুরুত্ব বুঝতে পারে। আর সবাই বিদ্যুৎ ব্যবহার করছে। সুবিধা নিচ্ছে বিত্তবানরা। এ কারণে যারা বেশি ব্যবহার করবে তাদের বেশি টাকা দেওয়ার নির্দেশনা দিয়েছি। সেই অনুযায়ী মূল্য নির্ধারণ করা।

About Zahid Hasan

Check Also

জাহ্নবী কাপুরের ভিডিও ভাইরাল (ভিডিও)

মন্দিরের সিঁড়ির একপাশে অসংখ্য ভাঙা নারিকেল। তার পাশে থেকে হামাগুড়ি দিয়ে উপরে উঠছেন বলিউড অভিনেত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *