বাংলাদেশের বহুল আলোচিত একজন ব্যক্তিত্বের নাম সাবেক ইসি মাহবুব তালুকদার। বাংলাদেশে তিনি ছিলেন অন্যতম একজন আলোচিত ব্যক্তিত্ব। তবে এবার সব আলোচনা তার প্রয়াণ ঘিরে।সাবেক নির্বাচন কমিশনার লেখক মাহবুব তালুকদার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাহবুব তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে আইরিন তালুকদার।
তিনি জানান, সকালে বাবার অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। দুপুর ১২টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বড় হার্ট অ্যাটাকের কথা জানান চিকিৎসক।
আইরিন জানান, মাহবুব তালুকদার বিভিন্ন শারীরিক জটিলতায় দুই মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থা ভালো ছিল।
এ ছাড়াও বাবার মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে আইরিন আরো বলেন, তার বাবার শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে চেন্নাই নিয়ে যাওয়ারও ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছিল।কিন্তু তেমনটি আর হলো না। তার আগেই পরিবার পরিজনকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মাহবুব তালুকদার।