সম্প্রতি অনলাইন সেবার নামে কিছু প্রতিষ্ঠান ব্যাপক প্রতারণা করছে।যার কারণে সাধারণ গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছে।যদিও বিষয়টি সরকারের নজরে এসেছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না সরকারের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ডা. আব্দুন নূর তুষার পাঠকদের হুবহু নিচে দেওয়া হলো।
কয়েকদিন আগে সিভিসি ফিন্যান্স নিয়ে লিখেছিলাম। এফ ডি আর এর অর্থ ঠিকমতো ফেরত দিতে না পারায় পেপারফ্লাই বন্ধ হয়ে যাচ্ছে।
সিভিসি ফিন্যান্স তাদের বার্ষিক প্রতিবেদনে অডিটরের আপত্তি ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ বাদ দিয়ে ছেপেছে।এটাও যাচ্ছে কুয়ার ভেতর বলে মনে হচ্ছে।
আরেকটা কথা। বিদেশ থেকে টাকা আনা স্টার্ট আপের সফলতা না। এর মানে হলো স্টার্ট আপটি বিনিয়োগকারীকে বোঝাতে পেরেছে যে এই ব্যবসায় লাভ হবে। এটা প্রতারণামূলকও হতে পারে।
অনেকসময় এই বিষয়টা বুমেরাং হয়। এরকম বড় বড় বিনিয়োগ পেয়েও ব্যবসা চালাতে না পারলে একসময় এই দেশের স্টার্ট আপ আর পয়সা পাবে না।
পেপার এখন ফ্লাই করছে।