প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ক্ষমতায় থেকেও তিনি অতি সাধারন ভাবেই জীবনযাপন করেন। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। এদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শেখ রেহানাকে প্রতীকী মূল্যে গুলশানে একটি বাড়ি বরাদ্ড দেয়া হয়। তবে তিনি সাধারণত বেশিরভাগ সময় যুক্তরাজ্যের বাড়িতেই থাকেন। যুক্তরাজয়ে তার বসবাসের বাড়ি নিয়ে মন্তব্য করেছেন সমালোচক পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মন্তব্য করে একটি পোস্ট দিয়েছেন তার সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
রেহানার পোলা মাইয়ার মনে যখন খুব বেইসিক কোশ্চেনটা আসবে না যে আম্মু আমাদের বাসা ভাড়া কেন সালমান এফ রহমান দিয়ে দেবে? কেন? তাইলে সামথিং ইজ ভেরি রঙ। এরা বিদেশে জন্মাইছে লেখাপড়া করছে কিন্তু টুঙ্গিপাড়ার অন্ধকার এদের মধ্য থিকা দূর হয় নাই।
যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া উহার বংশ পৃথিবীতে আসিয়াছিল এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে তাহা প্রাগৈতিহাসিক, লণ্ডনের আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না।
প্রসঙ্গত, শেখ রেহানা সম্পর্কে পিনাকী ভট্টাচার্য ভিন্ন ধরনের মন্তব্য করলেও শেখ রেহানা কখনো কখনো নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হননি কখনো। তবে তিনি শেখ হাসিনাকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন এবং তাকে কঠিন সময়ে আগলে রাখেন।