Friday , September 20 2024
Breaking News
Home / Sports / বিদেশের মাঠে লুঙ্গি পরেই লুঙ্গিকে সমর্থন করে ভালোবাসা প্রদর্শন করলেন বাংলাদেশিরা

বিদেশের মাঠে লুঙ্গি পরেই লুঙ্গিকে সমর্থন করে ভালোবাসা প্রদর্শন করলেন বাংলাদেশিরা

লুঙ্গি বাংলাদেশের ( Bangladesh ) একটা জনপ্রিয় পরিধেয় পোষাক। লুঙ্গিকে বাংলাদেশের ( Bangladesh ) একটা ঐতিহ্য পোশাক বলে বিবেচনা করা হয়। জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের ( Bangladesh ) মধ্যকার ক্রিকেট ম্যাচে সেখানে অবস্থান করা প্রবাসীরা সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে গ্যালারিতে লুঙ্গি পড়ে বাংলাদেশের ( Bangladesh ) খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা গিছে।

বুধবার সেঞ্চুরিয়নের ঐতিহাসিক জয়কে দারুণ উপভোগ করেছে দক্ষিণ আফ্রিকায় ( South Africa ) প্রবাসী বাংলাদেশিরা। টাইগারদের ( Bangladeshis. Tigers ) সমর্থনে লাল-সবুজের পতাকা নিয়ে, বাংলাদেশের ( Bangladesh ) জার্সি গায়ে চাপিয়ে হাজির হন অনেকেই।

গত দুই ম্যাচের মতো অঘোষিত ফাইনালেও সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে গ্যালারিতে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাদেশি প্রবাসীদের দেখা গেছে। আর এদিন দক্ষিণ আফ্রিকার পেসার এনগিদি ( Engidi ) লুঙ্গিকে ভালোবাসা জানাতে অভিনব উপায় অবলম্বন করেছেন কিছু বাংলাদেশি তরুণ।

এদিন মাঠে প্ল্যাকার্ড নিয়ে হাজির হন কয়েকজন বাংলাদেশি। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল – উই লাভ লুঙ্গি। সাথে লুঙ্গি এনগিদি ( Lungi Engidi ) ( Engidi )র ছবি। প্ল্যাকার্ড নিয়ে আসা যুবকদের সবার পরনে ছিল বাংলাদেশের ( Bangladesh ) ট্রাডিশনাল পরিধেয় বস্ত্র লুঙ্গি আর পায়ে কেটস। তাদের গায়ে জড়ানো ছিল বাংলাদেশের ( Bangladesh ) জার্সি। এসব প্রবাসী তরুণের হাতে ছিল লাল-সবুজের পতাকা।

এসব তরুণ হয়তো বোঝাতে চেয়েছেন, পরিধেয় লুঙ্গি বাংলাদেশে যেমন জনপ্রিয় ও সবার পছন্দের, তেমনই দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি ( Lungi Engidi ) ( Engidi ) তাদের প্রিয়।

মাঠে তরুণদের লুঙ্গি পরে আসার বিষয়টি টিভি ক্যামেরাম্যানের দৃষ্টি এড়ায়নি। যা দেখে জিম্বাবুয়ের ( Zimbabwe ) সাবেক তারকা ও ম্যাচের ধারাভাষ্যকার পমি এমবাঙ্গা ( Pomi Mbanga ) বিস্মিত হন। বিশেষ করে প্ল্যাকার্ডটি তাকে অভিভূত করে। তিনি জানান, বাংলাদেশের ( Bangladesh ) মানুষেরা কেন লুঙ্গিকে ভালোবাসে তার একটা কারণ এটাই।

বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে এমন অভিনব ভালোবাসা পাওয়ার দিনে এনগিদি ( Engidi ) লুঙ্গি অবশ্য জ্ব”লে উঠতে পারেননি। এদিন ৫ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন লুঙ্গি। ব্যাট হাতে ১৪ বল খেলে সাকিব আল হাসানের ( Shakib Al Hasan ) বলে আউট হয়ে ফেরেন শূন্য রানে।

মাঠের পারফরম্যান্স যাই হোক, তার প্রতি বাংলাদেশি তরুণদের এমন ভালোবাসার প্ল্যাকার্ড তিনি দেখেছেন কিনা তা নিশ্চিত করা যায়নি।

বুধবারের ম্যাচে ৯ উইকেটের বিশাল জয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের ৩৫ রানে ৫ উইকেটে মাত্র ১৫৪ রানে ধসে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই তুলে ফেলে ১২৭ রান। শেষ মুহূর্তে লিটন দাস ( Liton Das ) (৪৮) আউট না হলে ১০ উইকেটেই জয় আসত। তামিম ( Tamim ) অপরাজিত থাকেন ৮২ বলে ৮৭ রানে।

প্রসংগত, লুঙ্গি তৈরীর প্রথম থেকেই লুঙ্গি এদেশের মানুষের একটা প্রিয় পোষাকে পরিণত করেছে। লুঙ্গি হলো পুরুষদের পরিধেয় আরামদায়ক পোষাক। দক্ষিণ আফ্রিকায় ( South Africa ) ও বাংলাদেশের ( Bangladesh ) মধ্যে ম্যাচে বাংলাদেশী প্রবাসীরা লুঙ্গি পড়ে এসে এটাই প্রমাণ করলে যে, লুঙ্গির চাহিদা আমাদের দেশে কতটা এবং লুঙ্গির প্রতি এদেশের মানুষের রয়েছে অপরিসীম ভালোবাসা ।

About bisso Jit

Check Also

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মুখ খুললেন সাকিব

ছাত্র আন্দোলনের সময় নীরবতা পালন করে তুমুল সমালোচনার মুখে পড়েন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *