বিপিএলের চট্টগ্রাম পর্ব চলছে। এরই মধ্যে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে বিদেশি ক্রিকেটারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
বিপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামের রেডিসন হোটেলে অবস্থান করছে। দেশি-বিদেশি তারকায় ভরপুর এই অভিজাত হোটেলটিকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ। সেখানে অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক ক্যারিবিয়ান ক্রিকেটার সোহানের সঙ্গে রুম নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। পরে যা কথা কাটাকাটি এবং হাতাহাতির পর্যায়েও চলে যায় বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।
জানা গেছে, কুমিল্লার বরাদ্দকৃত একটি কক্ষে ভুলবশত প্রবেশ করেন সোহান। তখন প্রতিপক্ষের ওই খেলোয়াড়ের সোহানের রুমে ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতি পর্যন্ত চলে যায়। তবে পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নিয়ে যায় অন্যরা।
এ ধরনের ঘটনার খবর নিরাপত্তা গোয়েন্দাদের কাছে পৌঁছাতে সময় লাগেনি। তাদের একজন সংবাদমাধ্যমকে বলেন, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। সোহান যেহেতু ভুল করেছে তাই তার দুঃখ প্রকাশ করে চলে যাওয়া উচিত ছিল।’ তবে রংপুর রাইডার্সের পক্ষ থেকে কিছু বলা হয়নি।