দুই মেয়াদে রাস্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব পালন শেষ করেছেন মো. আব্দুল হামিদ। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু। এ দিকে সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বসাককে জানান, সোমবার বিকেলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোন করে অভিনন্দন জানান তিনি।
প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, আবদুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ফোনালাপের সময় তারা কুশল বিনিময় করেন।
এর আগে সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে নির্বাচনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২৩ এপ্রিল। আর এই কারণে তার জায়গায় ঠিক করা হয়েছে দেশের ২২তম রাষ্ট্রপতি।