মেয়াদ শেষ হয়ে গেছে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের। চলতি মাসের ১৯ তারিখে নির্বাচন করা হবে দেশের নতুন রাষ্ট্রপতিকে। এ দিকে বিদায়ের ঠিক আগে আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অমর একুশে গ্রন্থমেলায় ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ শিরোনামের আত্মজীবনীমূলক বইয়ের মোড়ক উন্মোচন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, দেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে দুই বারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না কেউ। আর এই বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার দুই বারের দায়িত্ব পালন করে ফেলেছেন। আর এই কারণেই দেশে এবার রাষ্ট্রপতির বদল আসতে চলছে। গোপন সূত্রে জানা গেছে রাষ্ট্রপতি হিসেবে এবার যোগদান করতে পারেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।