বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই গোটা দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ হাতিয়ে নেয়ার অভিযোগে ইতিমধ্যে এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক গ্রাহক। আর ঐ মামলায় রীতিমতো ফেঁসে যান অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসানও।
তবে মামলায় তাহসান আগাম জামিন পেলেও তারকা হিসেবে তার সামাজিক দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মামলায় তাহসানকে ছয় সপ্তাহের জামিন দেন।
তবে জামিন আদেশের আগে তাহসান খানকে উদ্দেশ্য করে এক বিচারক বলেন, “সেলিব্রিটিদের দায়িত্ব অনেক বেশি। কিছু লোক সেলিব্রিটিদের দেখেই পাগলের মতো দৌড়ায়। আপনাদের দেখে যুবসমাজ হুমড়ি খেয়ে পড়ে। আপনাদের অবস্থান সম্পর্কে আপনাদের খেয়াল থাকা দরকার।”
এদিকে অন্তত বিনিয়োগকৃত টাকা ফিরে দেয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। তবে গ্রাহকদের বিনিয়োগকৃত টাকার কি হবে, সে ব্যাপারে ইতিমধ্যে প্রশাসন জানিয়েছে, এতে প্রশাসনের কিছু করার নেই। তবে আর কেউ যাতে গ্রাহকদের প্রতারণা করতে না পারে, সেদিকটি লক্ষ্য রাখতে প্রশাসন।