মানুষের শরীরের রঙ নিয়ে মন্তব্য করা বর্ণবাদী আচরন। তবে উদাহরণ দিতে বলছি; সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের গায়ের রঙ যেমন কালো ঠিক তার ভেতরতা এমন ঘুটঘুটে কালো!
এমন হিংসাত্মক, চরম সেডিস্ট এবং রাজনৈতিক ভাবে একটি পক্ষের প্রতি চরম বিদ্বেষী ব্যক্তি এই দেশের সর্বোচ্চ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেছেন, এটাই ভবিষ্যতে ব্যখ্যা করবে কতখানি দলকানা ছিলো আওয়ামী ফ্যাসিবাদের সময়কাল!
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই মানিক যেভাবে নগ্ন ভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলে, তা দেখে উনাকে মানসিক অসুস্থ বা সাইকো ছাড়া কিছু মনে হয় না!
অনেকে দেখি মানিকের মন্তব্য গুলো দেখে উনাকে শারীরিক ভাবে আক্রান্ত করবার অভিপ্রায় ব্যক্ত করেন।
আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এসব কিছু করে এদের পাপকে লঘু করে দিয়েন না। এদের এসাইলাম নিয়ে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দিয়েন না। মানিক সহ যেসব দালালরা আজ দেশের মানুষের অধিকারের, ন্যায় বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দিচ্ছে,
জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এসব দেশদ্রোহীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বাংলাদেশের আইনের শাসনের নতুন যাত্রা আবার শুরু করতে হবে।
ইন শা আল্লাহ।।
Home / opinion / বিচারপতি শামসুদ্দিন মানিকের গায়ের রঙ যেমন কালো ঠিক তার ভেতরতা এমন ঘুটঘুটে কালো : রাশেদ
Check Also
আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন
আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …