জুতা চোর ধরতে রীতিমতো হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছে রাজস্থান পুলিশ। পুলিশ থানায় অভিযোগ দায়ের করে এবং চুরি হওয়া জুতার সন্ধান করে যাচ্ছে। বেচারা চোর ধরা পড়লে তার কপালে যে দুঃখ আছে তা কল্পনা করা যায়। কারণ রাজ্যের এক আদালতের বিচারকের ছেলের জুতা চুরি হয়েছে।
আর হারিয়ে যাওয়া জুতা খুঁজতে গিয়ে এত এলাহী কাণ্ড!
ইতিমধ্যেই এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেখানকার লোকজন বলছেন, এ যেন মশা মারতে কামান! সাধারণ মানুষের টাকা, গয়না চুরি হলেও এমন কর্মকাণ্ড চোখে পড়ে না!
সেই বিচারকের নাম যোগেন্দ্র কুমার আগরওয়াল। তিনি রাজস্থানের আলওয়ারে পসকো আদালতের বিচারক। সম্প্রতি জয়পুরের বাদি চৌপার এলাকার ব্রিজ নিধি মন্দিরে পুজো দিতে গিয়েছিল তাঁর ছেলে। জুতা খুলে বাইরে গিয়ে দেখেন জুতা জোড়া নেই। পরে শুক্রবার (২৫ আগস্ট) বিচারক নিজেই মানক চক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যোগেন্দ্রের ছেলের জুতোর দাম ১০ হাজার টাকা। তাই জুতা জোড়া ফেরত পেতে মামলা করেছেন তিনি। এরপর রাজস্থান পুলিশের হাতে পড়েন তিনি। ইতিমধ্যে মানক চক থানার হেড কনস্টেবল মনিরামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তারা চোরকে খুঁজতে নামেন। কয়েকজনকে আটকও করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিচারকের ছেলের জুতার খোঁজ মেলেনি।