বাংলাদেশের বিরোধী দল বিএনপি দীর্ঘ দিন ধরে ক্ষমতার বাহিরে রয়েছে। বিগত দুটি সংসদ নির্বাচন হেরে যাওয়ার পর থেকে নানা কারনে তারা রাজনৈতিক মাঠে দাড়াতে পারছে না বলে অনেকে মন্তব্য করছেন। তবে তাদের দাবি বর্তমান সরকার জোর করে জনগনের ভোটাধীকার হরন করে ক্ষমতায় আছেন। সরকারের এমন কর্মকান্ডের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে। এবার বিএনপি সম্পর্কে যা বললেন সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সুলতান মনসুর জাতীয় সংসদে বিএনপিকে একহাত নিলেন।
তিনি বিএনপিকে এখন রাজনৈতিক দল মনে করেন না। তিনি বলেন, বিএনপি কোনো দল নয়, এটি একটি প্লাটফর্ম। তাদের কোনো রাজনৈতিক দর্শন নেই।
রোববার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।
সুলতান মনসুর বলেন, ‘তাদের দর্শন হচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলা। পাকিস্তানের বন্ধুদের খুশি রাখতে কীভাবে ভূমিকা রাখতে হবে, সেটাই তাদের রাজনৈতিক দর্শন। এটাই এই রাজনৈতিক দলের উদ্দেশ্য। কিন্তু তা এদেশে কখনোই ফলবে না। ‘
প্রবীণ এই রাজনীতিবিদ ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। কিন্তু ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ‘সংস্কারপন্থি’ হিসেবে চিহ্নিত হয়ে আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েন।তারপর থেকে আর রাজনীতিতে খুবএকটা সুবিধা করতে পারেননি।আওয়ামী লীগও তাদের দুর্দিনের এই ‘সংস্কারপন্থি’ নেতাকে সুদিনে আর ঠাঁই দেয়নি দলে।ফলে রাজনীতির অঙ্গনে একসময়ের প্রভাবশালী সুলতান মনসুর কোনঠাসা হয়ে পড়েন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের গণফোরামে নাম লিখিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
কিন্তু রবিবার উল্টো সুর ছিল সুলতান মনসুরের মুখে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে তিনি সংসদে বলেন, “এই দলের কোনো নেতৃত্ব নেই। বাছুররা এদেশে আসতে পারবে না, তাদের বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে না।’
বন্যা নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে সুলতান মনসুর বলেন, “সরকার সক্রিয় না হলে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কীভাবে জনগণের সেবায় কাজ করল? শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়।” ভারত বিরোধিতা করে, শেখ হাসিনার বিরোধিতা করে, সরকারের বিরোধিতা করে রাজনীতি কখনোই হতে পারে না। ‘
এ সময় সুলতান মনসুর তার রাজনৈতিক অবস্থানও ব্যাখ্যা করেন। তিনি বলেন, পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা- এই স্লোগানে বঙ্গবন্ধুর নেতৃত্বে একজন রাজনৈতিক কর্মী হিসেবে জীবন শুরু করেছিলাম। শনিবার পদ্মার ওপর সেতুটির উদ্বোধন করা হয়। বিশ্বের মধ্যে প্রথম খরস্রোতা নদীর মধ্যে পদ্মা সেতু।এই সংসদে বলেছিলাম, জাতির পিতাকে যারা মেনে নেবে, তারাই শুধু রাজনীতি করতে পারবে, ক্ষমতায় যাওয়া সুযোগ থাকবে। এছাড়া আর কোনো সুযোগ থাকবে না। ‘
প্রসঙ্গত, সংসদে বিএনপি কোন রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেন সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি আরও বলেন বিএনপির কোন নেতৃত্ব নেই তারা এদেশে ক্ষমতায়ও আসতে পারবে না।