মঙ্গলবার নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি এক সংবাদ মাধ্যমে বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যে লোডশেডিং সংকট থেকে উত্তরণ ঘটবে। এছাড়া লোডশেডিংয়ের কারণে সরকারের পতন হবে- বিএনপি নেতাদের এমন রঙিন স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।
বিদ্যুৎ নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, বিএনপি বিদ্যুৎ নিয়ে বড় কথা বলে? তাদের কি লজ্জা নেই? যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, যাদের শাসনামলে দিনের পর দিন অর্ধেক লোডশেডিং চলছিল, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছিল, তারাই আজ বিদ্যুতের কথা বলে।
বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি ও ক্ষমতাহীনতার কথা মানুষ এখনো ভুলতে পারেনি। বিদ্যুতের মিছিল, হারিকেন কুপের প্রতিবাদ এবং বিদ্যুৎ ভবন ঘেরাও করার সময় গুলি করার কথা ভুলে যাননি। বিএনপি আমলে মানুষ বিদ্যুৎ পায়নি, খাম্বা পেয়েছে।
বিশ্বব্যাপী পরিবর্তনশীল সংকটময় পরিস্থিতিতে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং বিদ্যুৎ উৎপাদনের খরচ সরকার ও জনগণের নাগালের মধ্যে রাখতে সরকার ও জনগণ বিদ্যুৎ উৎপাদন কমিয়ে রেশনিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওবায়দুল কাদের দেশ ও জনগণের কল্যাণে সরকারের গৃহীত ও গৃহীত ব্যবস্থা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জনগণের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই সাময়িক অসুবিধায় ধৈর্য ধরতে হবে, সহযোগিতা করতে হবে। সংকটকে সম্ভাবনায় পরিণত করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের মতোই আস্থা রেখেছেন। কারো কথা শুনবেন না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে উঠবে।