বর্তমান সময়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ অস্থির হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। তবে রাজনৈতিক পর্যায়ে বাতাস কোনদিকে বইবে সে বিষয়েও কিছু বুঝতে পারছেন না সাধারণ রাজনীতিবিদেরা। তবে সাধারণ মানুষ রাজনৈতিক বিষয়টি নিয়ে অপেক্ষা করছে সামনে কিছু ঘটবে, এমন ধরনের চিন্তায়। মাঝেমাঝেই রাজনৈতিক দলের বহুসংখ্যক নেতাকর্মীদের পদত্যাগের খবর উঠে আসছে। এবার কুড়িগ্রামে নাগেশ্বরীতে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
শনিবার (৮ অক্টোবর) কুড়িগ্রামের পুরাতন রেলস্টেশনে নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন কুড়িগ্রাম-১ আসনে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এদিন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও মহসিন আলীর নেতৃত্বে বিএনপির পাঁচ শতাধিক নেতা প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। জাতীয় পার্টিও তাদের অভিনন্দন জানিয়েছে।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ অঞ্চলের মানুষ এরই মধ্যে জাতীয় পার্টির ওপর আস্থা রেখেছে। এ ছাড়া আগামীতে জাতীয় পার্টির সুদিন আসছে। আর সে কারণে বিভিন্ন দলের নেতাকর্মীরা এখন জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।
যোগদান অনুষ্ঠানে অধ্যক্ষ রুহুল আমিন মন্ডল রেজা, নেওয়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, নাগেশ্বরী উপজেলা যুব সংহতির আহবায়ক শফিকুল ইসলাম মানিক, কচাকাটা থানা জাপার যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে আগামী বছরের মাঝামাঝি সময়ে রাজনৈতিক পরিস্থিতির একটি হিসাব মোটামুটি পাওয়া যাবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরমধ্যে অনেক নেতা-কর্মীদের দলবদলের বিষয়টি ঘটতে পারে। কারণ বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে, একটি সুবিধাবাদী রাজনৈতিক নেতা-কর্মীর গোষ্ঠী, সুবিধা অনুযায়ী দলবদলে মেতে থাকে। এবার সে বিষয়টি দেখা যেতে পারে বলে মনে করছেন তারা।