বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় সোহেলের এক আত্মীয়কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ সংলগ্ন এলাকায় সোহেলের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সোহেলের ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন ঘটনাস্থলে ছিলেন।
তিনি জানান, সন্ধ্যায় ওই বাড়িতে সোহেলের তানভীর আহমেদ নামে এক আত্মীয় আসছিলেন। পথিমধ্যে কয়েকজন তাকে বাধা দেয়। পরে তানভীরকে নিয়ে ১৫-২০ জন সোহেলের বাড়িতে আসে।
সুমন হোসেন জানান, ওই ব্যক্তিরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেন। তবে তারা সাদা পোশাকে ছিলেন। তাদের কাছে ওয়াকি-টকিও ছিল না। তারা ঘরে ঢুকে দুটি ঘরে তল্লাশি চালায়। পরে তানভীরকে সঙ্গে নিয়ে যায়।
সুমন হোসেন বলেন, তানভীরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তারা জানেন না। কে তাকে নিয়ে গেছে তাও তারা নিশ্চিত নয়।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিবি) একটি দল বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের বাসায় অভিযান চালায়। তবে এ বিষয়ে ডিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
বেশ কয়েকটি মামলার আসামি হাবিব উন নবী খান সোহেল পলাতক রয়েছে। গত ২০ নভেম্বর নাশকতার মামলায় হাবিব উন নবী খান সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।